Passport of People’s Republic of Bangladesh.

-:ভিজিট ভিসা প্রসেস:-
(১) অস্ট্রোলিয়া ভিজিটভিসা সাবক্লাস ৬০০, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,
সহ ইজরোপ কান্ট্রি ভিজিট ভিসা।
(২) থাইল্যান্ড, সিংগাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিন কোরিয়া, নেপাল,
ভুটান, মালদীপ, ভিজিট ভিসা,
(৩) সেীদি, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, তাইওয়ান সহ মিডিল ইস্ট কান্ট্রি ভিজিট ভিসা।
(৪) সাউথ আফ্রিকা সহ সকল আফ্রিকান কান্ট্রি ভিজিট ভিসা।

ক. প্রয়োজনীয় সকল অরিজিনাল ডকুমেন্ট পাওয়ার পর এসেসমেন্ট করা হয়।
খ. যদি আবেদন কারী এসেসমেন্ট এর ভিসা পাওয়ার যোগ্য হয়-তবে
ভিসার জন্য প্রয়োজনীয় ফিস সহ প্রসেস করা হয়।
গ. রেজিষ্টেশন প্রয়োজ্য, ভিসা হলে চুক্তিকৃত সার্ভিস সার্জ নেওয়া হয়।
ঘ. ভিসা না হলে কোন সার্ভিস চার্জ নেওয়া হয় না।
ঙ. গভঃ ফি সহ যাবতীয় খরচ আবেদন কারীকে বহন করতে হয়।
চ. এ্যাসেসমেন্ট ফ্রি, অসমপূর্ন কাগজপত্র যুক্ত আবেদন এসেসমেন্ট করা হয় না। ও প্রসেসিং করা হয় না।
ছ. এ্যাসেসমেন্ট পজিটিভ হলে ১০,০০০/- টাকা রেজিষ্টেশন ফিস প্রদান করতে হয়।
জ. বায়োমেট্রিক্স প্রয়োজন হলে সার্ভিস চার্জ সহ বায়োমেট্রিক ফি ভিএকস/অনলাইনে প্রদান করতে হবে।
ঝ. বায়োমেট্রিক্স এ্যাপয়নমেন্ট এর জন্য সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
ঞ. স্বাস্থ্যপরীক্ষা প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে এ্যাপোয়মেন্ট
নিয়ে নিজ খরচে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
ট. হেলথ ইনসুরেন্স প্রয়োজন হলে নিজ খরচে হেলথ ইনসুরেন্স করাতে হবে।