BISWAS INSAF FOUNDATION
১. সকল ক্ষেত্রে আমার বিল মারুফ এবং নেহী আনিল মুনাফার
এর বাস্তবায়নের মাধ্যমে তাসকিয়া ও তাকওয়া অর্জন।
২. সকল কর্মকান্ডেই শরীয়াহ এর বিধান মান্য করা।
৩. আদল (ন্যায়বিচার) ও ইহসান (বা কল্যান) এর প্রয়োগ।
৪. ব্যাক্তির সম্পদে সমাজের অধিকার প্রতিষ্টা।
৫. ভারসাম্য পূর্ণ জীবন যাপনের প্রয়াস।
৬. মৌলিক মানবিক প্রয়োজন পুরণ নিশ্চিত করা।
৭. যুগপৎ দুনিয়া ও আখেরাতের কল্যান অর্জন।
Biswas Insaf Foundation- এর ব্যবস্থাপনার রূপরেখা
১. হালাল উপায়ে উপার্জন ও হালাল পথেই ব্যয়।
২. ধন সম্পদের ইনসাফ ভিত্তিক বন্টন।
৩. যাকাত ও উসর ব্যবস্থার বাস্তবায়ন।
৪. বায়তুল মালের প্রতিষ্টা।
৫. ইসলামী ফাইন্যান্সিয়্যল প্রতিষ্টান।
৬. করযে হাসানা ও মুদারিবাতের প্রবর্তন।
৭. ইসলামী শ্রমনীতির প্রয়োগ।
৮. ইসলামী ভূমিসত্ব ব্যবস্থা বাস্তবায়ন।
৯. উত্তরাধিকার বা মিরাসী আইনের পুর্ণ বাস্তবায়ন।
১০. ব্যবসায়িক অসাধুতা ও সব ধরনের জুয়া উচ্ছেদ।
১১. ন্যায় সহিত রাষ্টীয় হস্তক্ষেপ।
১২. সমাজ কল্যান ও আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা।
দরিদ্র বিমোচন ও সমাজিক কল্যান:- এর রূপরেখা
- যাকাত
- গ্রাম ও কল্যানমূখী কর্মসূচী গ্রহন:
১. বৃদ্ধ সহায়তা প্রকল্প।
২. মৌলিক পারিবারিক সাহায্য।
৩. বন্যাদায় গ্রস্তদের সাহায্য।
৪. ঋণগ্রস্থ কৃষকদের সুদমুক্ত ঋণ।
৫. দুুরিদ্র শিশুদের পুষ্টি সাহায্য।
৬. ইয়াতিমখানায় ও মাদ্রাসায় সাহায্য।
৭. ইউনিয়ন মেডিক্যাল সেন্টার।
৮. নওমুসলিম পূনর্বাসন।
- শিক্ষা ও প্রশিক্ষন মুলক কর্মসুচী:
১. দ্বীনি শিক্ষা অর্জনে সহযোগিতা।
২. ছাত্রদের জন্য বৃত্তি।
৩. মহিলাদের আত্ম কর্মসংস্থান মুলক প্রশিক্ষন কেন্দ্র।
৪.কম্পিউটার প্রশিক্ষন
৫. কর্ম সংস্থান ও পূনর্বাসন মুলক কর্মসুচী
৬. গরু/ বলদ ক্রয়ে ঋণ সাহায্য/ যৌথভাবে ডেইরী ফার্ম পতিষ্টা বা রূপ
ডেইরী ফার্মে- যৌত ভাবে পরিচালনা ও উন্নয়ন।
৭. অন্যান্য পেশাগত কর্মসংস্থান- Renasa Multipurpose Co.Ltd. - গৃহায়ন কর্মসুচী
১. জমির শেয়ার বিক্রয় ও কিস্তিতে ভবন নির্মান।
২. হাউজিং প্রকল্প।
সুদ:-
সুদের কুফল ভিত্তিক প্রকাশনা, সেমিনার ও গনসংযোগ।
সুদ উচ্ছেদের উপায়:
১. ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত ফাইনান্স ও ইনভেস্ট
কোম্পানীর অধিক শাখা উপশাখা গড়ে তোলা।
Renasa Commerces trade & Managment Co.Ltd. Renasa Multipurpose Co.Ltd.
২. ফরযে হাসানা ও মুদারিযাত ব্যাবস্থাভিত্তিক পার্টনারশীপ ব্যবসায়িক
বিনিয়োগ উৎসাহ প্রদান।
৩. ইসলামী অর্থনিতিভিত্তিক- সেমিনার- প্রচারনা।
৪. ইসলামী শরীয়াহ মোতাবেক সুদমুক্ত পার্টনার বিজনেস প্লাটফরম
গড়ে তোলা ও গনসচেনতা সৃষ্টি করা।
৫. সুদের বিরুদ্ধে গনপ্রতিরোধ গড়ে তোলা।
Biswas Insaf Foundation-এর অর্থনীতির রূপরেখা:-
১. সুদ বর্জন।
২. শরীয়াহ সম্মত শিল্পোউদ্যোগ ও ব্যবাসায়ে অংশ গ্রহণ।
৩. ইসলামী শরীয়াহ-এর ও সুপার ভাইজারী বোর্ড।
৪. যাকাত ব্যবস্থার বাস্তবায়ন।
৫. সমাজ উন্ময়নে অংশগ্রহন।
আমানত গ্রহন ও বিনিয়োগ
১. মুদারাবা
২. মুশারাবা
৩. বায়ই মুশারাবা
৪. ব্যায় ই সালাম
৫. ব্যায় ই মুয়াজ্জাল
৬. ইজারা
৭. ক্রয়ের চুক্তিতে ভাড়া
৮. হায়ার পারসেজ
৯. কিস্তিতে বিক্রয়
১০. ইসতিনসা
১১. জু আলাহ
১২. মুজারাহা
১৩. মুশাকাত
১৪. সরাসরি বিনিয়োগ গ্রহন
১৫. স্বাভাবিক মুনাফার হার- বিনিয়োগ কারীকে প্রদান।
১৬. স্বাভাবিক মুনাফার-ব্যবসা বানিজ্য পরিচালনা হয়।
বিনিয়োগ গ্রহন পদ্ধতি:-
১. আল- ওয়াদিহ চলতি বিনিয়োগ
২. মুদারাবা সঞ্চয়ী বিনিয়োগ
৩. মুদারাবা মেয়াদী বিনিয়োগ
৪. মুদারাবা স্বল্প মেয়াদী বিনিয়োগ
৫. মুদারাবা হজ্জ সঞ্চয়ী বিনিয়োগ
৬. মুদারাবা ক্রয় বিনিয়োগ
মুলধন, আমানত ও বিনিয়োগের প্রতি সতর্ক দৃষ্টি:
১. শরীয়াহর অনুমোদন
২. সামাজিক কাম্যতা
৩. দ্রুত তারল্য
৪. অধিক সংখ্যক গ্রাহক
৫. নিরাপত্তার নিশ্চয়তা
৬. মুনাফার সম্ভাব্যতা
কর্মপদ্ধতি:-
১. মুরাবাহা
২. মুশারাকা
৩. ব্যয়- ই মুয়াজ্জাল
৪. হায়ার পারসেজ
৫. ক্রয় ও নেগেশিয়েশন
৬. ফরযে হাসানা
ঋণ দান প্রকল্প সমূহ:-
১. মোটর কার বিনিয়োগ
২. গৃহনির্মান বিনিয়োগ
৩. জমির শেয়ার ক্রয় বিনিয়োগ
৪. পরিবহন বিনিয়োগ
৫. ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ
৬. কৃষি সরঞ্জাম বিনিয়োগ
৭. পল্লী উন্নয়ন
৮. ডেইরী শিল্পে বিনিয়োগ
৯. রিয়েল এস্টেট ও সেবা মুলক পকল্পে বিনিয়োগ
বাংলাদেশে ইসলামী বিনিয়োগ-
Renasa Commerces & Trade Management Co.Ltd.
১. এজেন্ট নিয়োগ করে ও প্রজেক্ট হিসাবে কাজ করে-
বানিজ্যিক কার্যক্রম পরিচালনা।
২. সিকিউরিটি তহবিল গঠন ও কলমানি গ্রæপ তৈরী করা।
৩. ফাইনান্স কোম্পানী ও কুরিয়ার সার্ভিসের দ্রোব্যপীট
এজেন্ট শীপ সম্প্রসারন।
৪. ব্যবসার উন্নয়ন ও সম্প্রসারনের উদ্দেশে ইসলামীক
ব্যক্তিত্ব সহায়তা কারী আর্থিক প্রতিষ্টান সমুহের সাথে
সম্পর্ক্য উন্নয়ন ও যোগাযোগ বৃদ্ধি।
৫. শাখা বৃদ্ধি এবং বিনিয়োগ সংগ্রহ।
প্রদ্ধতি গত বিনিয়োগ প্রকল্প সমূহ:-
১. কর্মসংস্থান খাত ভিত্তিক বিনিয়োগ
২. রিয়েল এস্টেট বিনিয়োগ
৩. রপ্তানী মুখী পন্য উৎপাদন প্রকল্প।
৪. পল্লী উন্ময়ন স্কীম
৫. সামাজিক কল্যান- Biswas INsaf Foundation
৬. ব্যক্তি/ প্রতিষ্টান প্রদত্র যাকাত
৭. ইওএ/ এর যাকাত
৮. ব্যক্তি/ প্রতিষ্টান প্রদত্র অনুদান
৯. ফাউন্ডেশনের নিজস্ব প্রকল্প থেকে আয়
Foundation- এর কর্মপরিকল্পনা:-
১. আয় বর্ধন মুলক কার্যক্রম
২. শিক্ষা মুলক কার্যক্রম
৩. স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রম
৪. মানবিক সাহায্য দান কাযক্রম
৫. ত্রান ও পূনর্বাসন কার্যক্রম
৬. দাওয়াহ কার্যক্রম
৭. এতিমখানা ও টেকনিক্যাল ইনষ্টিটিউট- স্থাপন।
Bic-Research & Training কার্যক্রম জনসংযোগ ও উৎসাহিত করন।
Biswas Insaf Foundation
House: 98, HOlding: 984, Khilbarirtak, Vatara,
Gulshan, Dhaka-1212, Dhaka Bangladesh
Phone: 01338-356341, 01336-765425, 01711-791543
Web: www.biswasinsafgroup.com
Email: info@biswasinsafgroup.com