ISLAMIC ECONOMY SMALL INVESTMENT ISLAMIC SOCIAL BUSINESS PLATFORM
বিশ্ব অর্থনীতির মূল চালিকাশক্তি হলো ক্ষুদ্র বিনিয়োগ। আমরা একটি ইসলামী অর্থনীতির প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছি। সুদভিত্তিক বিশ্ব অর্থনীতির বিরুদ্ধে। সুদভিত্তিক অর্থনীতির খারাপ প্রভাব থেকে আমাদের রক্ষা করতে হলে আমাদের ইসলামী অর্থনীতি ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, ইসলামী সারিয়াহ ভিত্তিক সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম এবং যারা এই প্ল্যাটফর্মটি তৈরি করতে চান তাদের স্তব্ধ করে দিতে হবে। আমরা এই লক্ষ্যে কাজ করছি। বিশ্বাস ইনসাফ গ্রুপ হল সেই প্ল্যাটফর্ম, সুদভিত্তিক অর্থনীতি-ইসলামিক অর্থনীতির বিরুদ্ধে কাজ করা আমাদের স্লোগান। রেনসা কমার্স অ্যান্ড ট্রেড ম্যানেজমেন্ট কোং লিমিটেড হল সেই আর্থিক সংস্থা যা ২০১২ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। সুদমুক্ত ঋণ এবং বেকার সমস্যা সমাধান হল এন্যান্স কোম্পানির মূল লক্ষ্য, তাই আমি অনুরোধ করছি যারা সুদভিত্তিক অর্থনীতি থেকে নিজেদের রক্ষা করতে চান তারা এখানে বিনিয়োগ করুন এবং আমাদের ক্ষুদ্র বিনিয়োগ দিয়ে একটি বড় মূলধন তৈরি করুন এবং এই মূলধন উৎপাদনশীল প্রকল্পে ব্যবহার করুন এবং জনগণকে নিজেদের আপগ্রেড করতে, সমাজকে আপগ্রেড করতে এবং সুদভিত্তিক ধ্বংসাত্মক অর্থনীতির বিরুদ্ধে ইসলামী অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করুন।
(আমিন) যোগাযোগ+৮৮০১৮৪৬০৮৯৯৫১

জরুরী নিয়োগ বিনিয়োগ বিজ্ঞপ্তি
বিসমিল্লাহির রহমানির রহিম
BISWAS INSAF GROUP
জরুরী নিয়োগ বিনিয়োগ বিজ্ঞপ্তি
সুবর্ণ সুযোগ! দারুণ অফার!!
BISWAS INSAF GROUPএ একই সাথে চাকুরী এবং বিনিয়োগ অফার। আপনারা জেনে খুশি হবেন শরিয়াহ ভিত্তিক BISWAS INSAF GROUP এ শরিয়াহ মোতাবেক ব্যবসা বাণিজ্য পরিচালনার উদ্দেশ্যে দক্ষ ও যোগ্য লোক নিয়োগ করা হচ্ছে। একই সাথে হালাল ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য বিনিয়োগ গ্রহণ করা হচ্ছে।
পদ সমূহঃ
প্রোজেক্ট সুপারভাইজার
শিক্ষাগত যোগ্যতা:HSC স্নাতক / স্নাতকোত্তর
Civil Diploma Engineer (Fresher গ্রহণযোগ্য)
Area Manager (Finance Investment Company)
শিক্ষাগত যোগ্যতা: HSC / স্নাতক / স্নাতকোত্তর
মাসিক বেতন : যোগ্যতার ভিত্তিতে ২৫/৩০/৩৫ হাজার টাকা।
বিনিয়োগের পরিমাণ নূন্যতম ১,৫০,০০০ থেকে ৫,০০,০০০ টাকা ।
বিনিয়োগের লভ্যাংশের পরিমাণ : ১ লক্ষ টাকা বিনিয়গের উপর ৫ হাজার টাকা সম্মানী প্রদান করা হবে।
সিকিউরিটিঃ চাকুরিসহ যথাযথ ডকুমেন্ট দ্বারা বিনিয়োগের নিরাপত্তা দেওয়া হবে।
কোম্পানির প্রোডাক্টঃ
① Real Estate (জমির শেয়ার ক্রয় বিক্রয় ও ভবন নির্মাণ)
② Bismillah Car & Wash (Import & Sell)
③ Finance Investment Company (Investment Collection & Loan Skim)
যোগাযোগ
ডিরেক্টর (জনসংযোগ কর্মকর্তা)
📱 ০১৩৪৫০৮৩৫৫
