5, Jun 2025
RCTM -Finance & Investment

সুদমুক্ত ও হালাল বিনিয়োগ করুন,

নিশ্চিন্তে ভবিষ্যৎ গড়ুন

এই বিনিয়োগ সাধারনত দুইটি পদ্ধতির মাধ্যমে গ্রহন করে।

১. আল-ওয়াদিয়াহ-পার্টনারশীপ চুক্তিপত্র

২. আল-মুদারাবাহ পার্টনারশীপ চুক্তিপত্র

১. Renasa Commerces & Trade Management Co. Ltd
মুদারাবা পার্টনার চুক্তির মাধ্যমে স্বল্পমেয়াদী ৬ মাসের জন্য ও দীর্ঘ
মেয়াদী ১ বৎসরের জন্য সুদনা হওয়ার শর্তে লভাংশ শেয়ারিং এর
মাধ্যমে বিনিয়োগ সংগ্রহ করে থাকে।
২. এই বিনিয়োগের মাধ্যমে ৫০ হাজার বিনিয়োগের বিপরীতে ২৫০০/-
ও ১ লক্ষ টাকা বিনিয়োগের বিপরিতে মাসিক ৫০০০/- টাকা থেকে
নির্ধারিত নয় অগ্রিম প্রদেয় তাদের জীবন যাপনের চাহিদা মেটানো অথবা
তাদের উপর নিভরশীল পরিবার, পোষ্য ও আতœীয় স্বজনের ভরন পোষনের
জন্য মাসে মাসে ব্যাংক চেকের মাধ্যমে উত্তোলন করা যায়।
অথচ সঞ্চিত মুল অর্থ অটুট থাকে। মুলত: এই বিনিয়োগের
মাধ্যমে মুনাফা দিয়েই তাদের উক্ত প্রয়োজন মেটানো সম্ভব।
৩. ট্রাস্ট ও ফাউন্ডেশন সমূহ যারা ছাত্রছাত্রীদের মাসিক বৃত্তি দেয়-তারাও
এই মাসিক মুনাফা ভিত্তিক বিনিয়োগের মাধ্যমে মাসিক মুনাফা থেকে মাসে
মাসে এই ধরনের বৃত্তির ব্যয় নির্বাহ করতে পারবেন।
৪. সঞ্চয়কারী সাধারন মানুষ, অবসরপ্রাপ্ত চাকুরীজীবি, প্রবাসী ওয়েজ
অর্নারগন তাদের কর্ষ্টাজিত অর্থ-এই বিনিযোগের মাধ্যেমে মুল বিনিয়োগ
অটুট রেখে তাদের পরিবার ও পোষ্যদের ব্যয় নির্বাহ করতে পারবেন।
৫. অভিভাবকগন তাদের পোষ্যদের লেখাপড়ার খরচ নির্বাহের জন্য মূল
বিনিয়োগ অটুট রেখে মাসে মাসে লাভাংশ দ্বারা ব্যয় নির্বাহ করতে পারবেন।
৬. এই বিনিয়োগের মাধ্যমে মাদ্রাসা, এতিমখানা মাসে মাসে লভ্যাংশ দ্বারা
তাদের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে পারেন।
৭. এই বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীকে মুদারাবা পার্টনারশীপ বা
ব্যবসার চুক্তিপত্র দেওয়া হয়-পার্টনারশীপ ব্যবসা হালাল ও এর লভ্যাংশ
সুদমুক্ত। যেহেতু অগ্রিম প্রদেয় লভ্যাংশ নির্ধারিত নয়, মেয়াদ শেষে চুড়ান্ত
হিসাবের মাধ্যমে প্রকৃত লভ্যাংশ হিসাব করা হয়-ও কমবেশী সমন্বয় সাধন
করা হয়। বিধায় এই বিনিয়োগ সম্পূর্ন সুদমূক্ত হালাল।
৮. প্রতি দুই (২) মাসের লভ্যাংশের জন্য অগ্রিম ব্যাংক চেক প্রদান করা
হয় ও মেয়াদ শেষের তারিখে মূল বিনিয়োগ উত্তোলনের জন্য একটি চেক
প্রদান করা হয়।

মুদারাবা স্বল্পমেয়াদী কলমানি ভিত্তিক স্পেশাল বিনিয়োগ

স্বল্প মেয়াদী কলমানি ভিত্তিক বিনিয়োগের মেয়াদকাল- ১৫ দিন, ৩০ দিন
১. এখানে নির্ধারিত না হওয়ার শর্তে ১৫ দিনের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগের
ক্ষেত্রে প্রাথমিক ভাবে ৬,০০০/- টাকা ও ৩০ দিনের জন্য প্রাথমিক ভাবে
৭,০০০/- টাকা লাভ্যাংশ প্রদান করা হয় এ সংক্রান্ত ব্যবসা সমন্বয় হওয়ার
পর লভ্যাংশ চূড়ান্ত হিসাব করে করা হয়।
২. এই বিনিয়োগ স্কীমটি রেগুলার নয়, জরুরী ভিত্তিক ব্যবসার প্রয়োজনে এই
বিনিয়োগ অফার করা হয়।
৩. বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীকে একটি ষ্ট্যাম্প পার্টনারশীপ ব্যবসার
চুক্তিপ্রত্র, একটি লভ্যাংশ, ব্যাংক চেক, ও একটি মুল টাকা উত্তোলনের জন্য
ব্যাংক চেক প্রদান করা হয়।

১. FDR- এর মেয়াদ ৬ মাস/ ১২ মাস/ ২ বৎসর/ ৩ বৎসর/ ৫ বৎসর।
৬ মাসের পূর্বে টাকা তুলে নিয়ে কোন লভ্যাংশ প্রদান করা হয় না।
এই বিনিয়োগ স্কীমটি মেয়াদ শেষে পুনরায় লভ্যাংশ সহ বা লভ্যাংশ
তুলে নিয়ে মুল FDR বিনিয়োগ নবায়ন করা যায়।
২. ৬ মাস মেয়াদের জন্য ১ লক্ষ টাকা FDR এর বিপরীতে ১ লক্ষ
৫০ হাজার টাকা, ১২ মাস মেয়াদের জন্য ১ লক্ষ্য ৮০ হাজার টাকা,
২ বৎসর মেয়াদের জন্য ২ লক্ষ ৩০ হাজার টাকা ৩ বৎসর মেয়াদের
জন্য ২ লক্ষ ৬০ হাজার টাকা, ৫ বৎসর মেয়াদের জন্য ৩ লক্ষ
এককালীন প্রদান করা হয়।
মেয়াদের মধ্যবর্তী কালীন সময়ে উত্তোলন করলে
আনুপাতিক হারে হিসাব করা হয়।

জমি বা ফ্লাট বা জমির শেয়ার ক্রয়ের উদ্দেশ্যে মেয়াদ নির্ধারন করে
৭০% টাকা সঞ্চয় হলে কোম্পানী থেকে অবশিষ্ট টাকা সুদমুক্ত হওয়ার
শর্ত-জমি বা ফ্লাট ক্রয়ের উদ্দেশ্যে কিস্তিভিত্তিক ঋণ প্রদান করা হয়।

ব্যবহারের জন্য ব্যবসায়ের উদ্দেশ্যে নতুন পুরাতন প্রাইভেট কার, মাইক্রো,
জীপ, পিকাপ, বাস ক্রয়ের উদ্দ্যেশ্যে মেয়াদ নিধারন করে মাসিক কিস্তিতে
৭০% টাকা সঞ্চয় হলে কোম্পানী থেকে অবশিষ্ট টাকা সুদমুক্ত হওয়ার শর্তে
মাসিক কিস্তিভিত্তিক লোন প্রদান করে থাকে।

ইসলামের মৌলিক বুনিয়াদ সমুহের মধ্যে হজ্জ অন্যতম, বাংলাদেশের
বিরাজমান আর্থ- সামাজিক অবস্থার কারনে হজ্জ পালনে আগ্রহীদের
অনেকেই হজ্জের প্রয়োজনীয় টাকা একসাথে সংগ্রহ করতে পারে না।
কিস্তি জমার ক্ষেত্রে ১২ কিস্তি ধরা হয়। ১ থেকে ২৫ বৎসর পর্যন্ত
মেয়াদ নির্ধারন করা হয়। মুদারাবা হজ্জ সঞ্চয়ী বিনিয়োগের জামাকৃত টাকার উপর-দৈনিক কিস্তির
ভিত্তিতে ১.১০ ভাগ ওরেটেজ ধরে মুনাফা হিসাব করা হয়। এই
বিনিয়োগের থেকে কোনো টাকা উত্তোলন করা যায় না।
কিন্তু জমাকারী পরবর্তীতে হজ্জ পালনে অপরাগ হলে এবং জমাকৃত
টাকা উঁঠিয়ে নিতে চাইলে তিনি জমার উপর মুদারাবা সঞ্চয়ী
বিনিয়োগের অনুযায়ী মুনাফা পাবেন।
কোনো জমাকারী -যদি পূর্ব নিধারিত সময়ের পুর্বে হজ্জ পালনে আগ্রহী
হন, তাহলে তিনি হিসাবে জমাকৃত টাকার সাথেই ঐ বছর নির্ধারিত
হজ্জের টাকার অবশিষ্ট অংশ জমা করে হজ্জ পালন করতে পারেন।
চুড়ান্ত মেয়াদ শেষে জমাকৃত টাকা যদি উক্ত বছরের হজ্জের প্রকৃত
খরচের চেয়ে কম হয় তা হলে বিনিয়োগকারী বাকী টাকা এক কালীন
জমা করে হজ্জ করতে পারেন। অথবা চুড়ান্ত মেয়াদ শেষে মুনাফা সহ
জমাকৃত টাকা বেশী হয়ে গেলে অতিরিক্ত টাকা বিনিয়োগ কারীকে
ফেরত দেওয়া হয়।

১. যে কোন বিনিয়োগ নবায়ন বা উত্তোলন করতে হলে কোম্পানীকে ৩০ দিন
অবগত করতে হবে।
২. ৩০ দিনের লিখিত নোটিশ প্রদান করে বিনিয়োগ কারী তার বিনিয়োগ উত্তোলন
চেকের মাধ্যমে ব্যাংক থেকে বিনিয়োগ উত্তোলন করতে পারবেন।
৩. ৩০ দিন পূর্বে নোটিশ প্রদান না করা হলে স্বয়ংক্রীয়ভাবে বর্তমানে চালুকৃত
লভ্যাংশের হারে- বিনিয়োগ পূনরায় সমপরিমান সময়ের জন্য নবায়ন হয়ে যাবে।

১. মেয়াদ পূর্বের আগে বিনিয়োগ উত্তোলন করতে হলে ৩০ দিন
পূর্বে লিখিত ভাবে কোম্পানীকে অবগত করতে হবে।
২. সেক্ষেত্রে অবশিষ্ট চেক ও চুক্তিপত্র সারেন্ডার করতে হবে এবং
প্রদানকৃত লভ্যাংশের ১০% কর্তন করে মুল টাকা ফেরত প্রদান করতে হবে।

দেশীয় অস্বাভাবিক পরিস্থিতি:

দেশের অস্বাভাবিক পরিস্থিতি, প্রাকৃতিক দূর্যোগ, রাজনৈতিক অচলাবস্থা।
হরতাল প্রভ‚তি অবস্থায় স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে।
স্বাভাবিক পরিস্থিতে পুনরায় লেনদেন শুরু হবে।

বিরোধ মিমাংসা:


কোন পক্ষ এই চেষ্টা করে তবে তার বিরোদ্ধে যে কোনেকোন কারনে যদি কোম্পানী ও বিনিয়োগকারীর মধ্যে কোন ব্যাপারে মত-পার্থক্যের
তৈরী হয় তবে তা নিম্ন বর্নিত শরীয়াহ পদ্ধতীতে বিরোধ মিমাংসা করা হয়।
১. গ্রহন যোগ্য শরীয়াহ বোর্ডের মাধ্যমে কোরআন সুন্নাহর ভিত্তিতে উভয়
পক্ষের সাথে আলোচনা ক্রমে-চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হইবে। আল্লাহর আদেশ ও
রাসূলে কারীম (সাঃ) সুন্নাহ ভিত্তিক সিদ্ধান্ত অনুসারে বিরোধ মীমাংসা করবেন।
উল্লেখ্য এর পূর্বে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে ইসলামী শরীয়াহ আলোকে
বিরোধ মিমাংসা করার প্রচেস্টা গ্রহন করবেন।
ব্যর্থ হলে শরীয়াহ বোর্ডের সরণাপন্ন হবেন।
২. উল্লেখিত ধারা ব্যর্থ হলে উভয় পক্ষ-ইনসাফ ভিত্তিক শরীয়াহ জ্ঞান সমৃদ্ধ
উকিলের মাধ্যমে আদালতে বিরোধ মিমাংশার আবেদন করিবেন ও আদালত
কর্তৃক প্রদানকৃত সিদ্ধন্ত উভয় পক্ষ মানিয়া নিতে বাধ্য থাকবেন।
৩. কোন পক্ষই স্থানীয় মাতবর, রাজনৈতিক নেতা, স্থানীয় প্রভাবশালী বা
পুলিশের সরণাপন্ন হয়ে- কোম্পানীতে বিশৃংখলা সৃষ্টি করতে পারিবেননা-বা
কোন পক্ষের নায্য স্বার্থ-অধিকার হরনের চেস্টা করতে পারিবেন না, যদি
কোন পক্ষ এই চেষ্টা করে তবে তার বিরোদ্ধে যে কোনো পক্ষ আদালতের
সরনাপন্ন হইতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Hello world!

Welcome to BISWAS INSAF GROUP. An Islamic Sariah Based Company. Our Mission & Vision 1.To build a Islamic Sariah Based…

Renasa Resort & Tourism Ltd

Renasa Resort & Tourism Is going to open very soon at KUAKATA TOURISM POINT as the Sister Concern of BISWAS…

🏍️ সুদমুক্ত মটরসাইকেল (BIKE) লোন

📌 Renasa Commerce Trade Management (RCTM) “বিশ্বাসের সাথে, ইসলামের সাথে” 🔰 আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, আর সুদকে করেছেন হারাম। ✅…