‘‘এবং আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল

ও সুদকে করেছেন হারাম’’

হায়ার পারচেজ শিসকাতূল মিলক অধীনে

(যৌথ মালিকালা ভিত্তিক ভাড়ায় ক্রয় বিক্রয়)।

USED CAR (পুরাতন গাড়ীর-জীপ, পিকাপ,

কাভার্ড ভ্যান।

-এই পদ্ধতিতে কোম্পানী গ্রাহকের আবেদন অনুযায়ী তার নিকট বিক্রি করার চুক্তিতে অংশীদারী ভিত্তিতে ৫০% পুজির যোগান দিয়ে থাকে।

-গ্রাহক কোম্পানীতে ৫০% টাকা জমা দেওয়ার পর ৩০ (ত্রিশ) দিনের মধ্যে গাড়ীটি কোম্পানী থেকে বুঝে পাবে।

-কোম্পানী BRTA থেকে নাম ট্রান্সফারের সময় A/C হিসেবে থাকবে।

-গাড়ী অবশ্যই কোম্পানী লিস্টে শোরুম/ এজেন্ট থেকে ক্রয় করতে হবে। অন্য কোন শোরুমের গাড়ীর উপর লোন দেওয়া হয় না।

-নির্ধারিত কিস্তিতে নির্ধারিত মুল্য ১/২/৩/৪ বছরের (গাড়ীর কন্ডিশন অনুযায়ী) বিক্রিমুল্য পরিমোধের শর্তে গ্রাহক পন্যটি ক্রয়ের জন্য চুক্তিনামা দলিল সম্পাদন করেন।

-গাড়ীটির কোম্পানীর মালিকানা অংশের সার্ভিস চার্জসহ বিনিয়োগ কৃত টাকা কিস্তিতে পরিশোধ হয়ে গেলে চুক্তির শর্তনুযায়ী নির্ধারিত সময়ের পরে গ্রাহক গাড়ীটির একক মালিকানা লাভ করবে।

১. প্রয়োজনীয় কাগজপত্রের সাথে গাড়ীর মুল্যে ৫০% ডাউন পেমেন্ট দিতে হবে। ও ৫০০০/-টাকা কোম্পানীর অফিসে সার্ভিস চার্জ জমা দিতে হবে-অথবা ব্যাংক একাউন্টে জমা দিয়ে স্লিপ জমা দিতে হবে।

২. নাম ট্রান্সফার:- নাম ট্রান্সফারের ক্ষেত্রে BRTA- এর নিয়মাবলী অনুসরন করা হবে এবং BRTA নাম ট্রান্সফারের ফিস সহ অন্যান্য খরচ গ্রাহক বহন করবে।

৩. গাড়ী ডেলিভারী:- ডাউন পেমেন্ট জমা দেওয়ার পর ৩০ কর্মদিবসের মধ্য গাড়ী ডেলিভারী দেওয়া হয়।

১. সম্পুর্ণ পুরনকৃত আবেদন ফরম।

২. স্থায়ী ঠিকানার প্রমান পত্র চেয়ারম্যান/ কমিশনারের সনদ পত্র/ পরিচয় পত্র। বর্তমান ঠিকানার প্রমাণ পত্র স্বরূপ বিদ্যুৎ বিল/ পানি বিলের কপি।

৩. সংশ্লিষ্ট ব্যাংকের অথরাইজেশন ফরম সহ নুন্যতম ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।

৪. এন আইডি/ পাসপোর্ট এর ফটোকপি।

৫. ট্রেড লাইসেন্স/ ড্রাইভিং লাইসেন্স/ পেশা গত সার্টিফিকেট।

৬. আবেদন কারীর ৩ (তিন) কপি ছবি।

৭. নমিনি এন আইডি/ জন্ম নিবন্ধন/ পাসপোর্ট এর ফটোকপি এবং ১ (কপি) ছবি।

৮. ই-টিন সার্টিফিকেট।

১০. জামীনদারের এন আইডি/ পাসপোর্ট এর ফটোকপি এবং ১ (এক) কপি ছবি।

BISWAS INSAF GROUP এর অংগ প্রতিষ্ঠান

House: 98, Holding: 964, Khilbarirtak, Vatara,

Gulshan, Dhaka-1212 Dhaka, Bangladesh

Web: www.biswasinsafgroup.com

Email: info@biswasinsafgroup.com

biswasinsafgroup@gmail.com