চেয়ারম্যান

আসসালামু আলাইকুম ওয়া রহমাতল্লাহ ওয়া বরাকাতুহ। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত সুদমুক্ত সমাজিক ব্যবসায়িক প্লাটফরমে সকল ধর্মপ্রান তওহীদই জনতাকে- আমন্ত্রন। সুদ ভিত্তিক লেনদেনের কুফল থেকে বেঁচে থেকে মহান রাব্বুল-আলামীন আল্লাহ তায়ালার দেওয়া বিধান  মোতাবেক এবং রাসুলে করীম (সাঃ) এর সুন্নাহ্ মোতাবেক সুদমুক্ত একটি সামাজিক ব্যবাসায়িক প্লাট ফরম গড়ে তোলার জন্য 2003 সাল থেকে দীনি ভাইদেরকে সাথে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এই প্রয়াসে আমি আপনাদের সহযোগীতা- -সাহায্য-অর্ন্তভূক্তি কামনা করছি।

‘‘আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল: সুদকে করেছেন হারাম’’ হালাল রুজীর সন্ধান করি- সুদকে বর্জন করি- শরীয়াহ ভিত্তিক সামাজিক ব্যবায়িক প্লাটফরমে যুক্ত হয়। দীনি ভাইদের প্রতি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকুল আবেদন। 

দুনিয়াবী কল্যান এবং আখেরাতের কল্যান সাধনে ব্রতি হয়। 

হালাল রুজীর মধ্যে থাকি। 

বাংলাদেশকে ০-১- দারিদ্রমুক্ত করি।

বাংলাদেশকে ০-২-বেকারত্বমুক্ত করি-কর্মমুখী সমাজ গড়ে তুলি।

পৃথিবীকে  ০-৩- কার্বন দুষন মুক্ত নিরাপদ বাসযোগ্য আবাসনে পরিনত করি। 

মহান আল্লাহ তায়ালা আমাদের কে তওফিক দান করুন